মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: দলে ঝগড়া-বিবাদ বরদাস্ত করবেন না, কড়া বার্তা মমতার

Riya Patra | ২৮ ডিসেম্বর ২০২৩ ১১ : ১৩Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: চাকলায় লোকনাথ মন্দির পরিদর্শন, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের পর দেগঙ্গায় উত্তর চব্বিশ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচনের আগে জেলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। আর জেলা সফরের কর্মীসভায় দলের কর্মীদের যে কড়া বার্তা দিলেন দলনেত্রী, রাজনৈতিক মহলের মতে চব্বিশের ভোটের আগে, দলের কর্মীদের একপ্রকার বুস্টার ডোজ দিলেন দলনেত্রী। দলের কর্মীদের সাফ জানিয়ে দিলেন, কোনও প্রকার গোষ্ঠীকোন্দল, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বরদাস্ত করবে না দল। উত্তর চব্বিশ পরগণায় একাধিকবার গোষ্ঠী কোন্দল, নেতা-নেত্রীদের নিজেদের মধ্যে বিবাদের কথা উঠে এসেছে। এদিন দলনেত্রীকে সেই বিবাদ মেটাতেই তৎপর হতে দেখা গিয়েছে। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, "যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাঁকে ডেকে নিয়ে আসুন। আমি কোনও ঝগড়া অ্যালাও করব না।" তারপরেই দলের কর্মীদের কড়া বার্তা দিয়ে বলেন, "কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, দলকে ভাল না বেসে নিজেকে ভাল বাসব, সেটা হবে না। মাথায় রাখতে হবে তৃণমূল মানুষের পরিবার।" তিনি আরও বলেন, "আমি বড় তাই আরএকজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়। মনে রাখবেন, ছোট বড়, কেউ নিজে ঠিক করে না।" দলে সিনিয়র নেতাদের সম্মানের, মর্যাদা দেওয়ার বার্তাও দেন। নবীন-প্রবীণ দ্বন্দ্বের মাঝেই এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। দলের জয় সুনিশ্চিত করতে এদিন উত্তর চব্বিশ পরগণা জেলার জন্য কোর গ্রুপ তৈরি করে দেন মমতা। নির্মল ঘোষ, ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়,রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, তাপস রায় সহ বেশ কয়েকজনকে নিয়ে কোর কমিটি তৈরির কথা বলেন। প্রতি ১০ দিন অন্তর কাজের পর্যালোচনা করা হবে , কাজের রিপোর্ট তাঁর কাছে জমা দিতে হবে বলেও জানান তিনি।
কর্মীদের কড়া বার্তার পাশাপাশি কটাক্ষ করেছেন কেন্দ্রকেও। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, "বিজেপি নির্বাচন এলেই ঘোষণা করে ৫ কেজি চাল দেব, আমরা তো প্রথম থেকেই দিই।" নাগরিকত্ব প্রসঙ্গেও বলেন, "নাগরিক আপনারা সকলেই এদেশের, না হলে রেশন পাচ্ছেন কী করে? স্বাস্থ্য সাথী কী করে পাচ্ছেন? প্যান, আধার কার্ড হচ্ছে কী করে? এগুলো একটা ছলনা।" উদ্বাস্তু কলোনিতে পাট্টা দেওয়ার কথা উল্লেখ করেন। গেরুয়া শিবিরকে আক্রমণ করে মমতা বলেন, "সবাইকে দেখলে বলছে চোর চোর, সবথেকে বড় চোর, ডাকাতদের সর্দার ওরা। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, তৃণমূল করলেই জেলে ভরো।সব নেতাদের জেলে ভরো। কোনও মামলার বিচার হয়নি। জেলে ভরে রেখে দিচ্ছে। যাতে নির্বাচন করতে না পারে, যাতে দলের কাজ করতে না পারে।" ইন্ডিয়া জোট গোটা ভারতে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে বলেও উল্লেখ করেন তিনি। জ্যোতিপ্রিয়র কথাও এদিন বলেন মমতা। বলেন, "বালুকে গ্রেপ্তার করেছে কেন? যাতে দলের কাজ, নির্বাচন করতে না পারে। সেই সুযোগে সিপিএম-কংগ্রেস-বিজেপি একসঙ্গে বেরিয়ে পড়েছে রাস্তায়।" সংসদে সাংসদদের সাসপেনশনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতে কোনওদিন হয়নি এরকম। যা চলছে অত্যাচার, সন্ত্রাস।




বিশেষ খবর

নানান খবর

BREAKING: ফের শোকের ছায়া বিনোদন জগতে, না ফেরার দেশে পরিচালক শ্যাম বেনেগাল #ShyamBenegal #aajkaalonline #BreakingNews

নানান খবর

চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...

রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা?  ...

দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে  ...

পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...

কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...



সোশ্যাল মিডিয়া



12 23